বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটবু্যরো বলেছে, কোটা সংস্কারের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত যে রায়-নির্দেশনা দিয়েছেন, তা কোটা সংস্কার আন্দোলনের ঐতিহাসিক রক্তাক্ত বিজয়। ছাত্রসমাজের এই আন্দোলনকে অভিনন্দন জানিয়েছে পলিটবু্যরো।
সোমবার এক বিবৃতিতে এই অভিনন্দন জানায় পলিটবু্যরো।
পলিটবু্যরো আশা করে, ছাত্রসমাজ তাদের দাবি সংহত করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে ও শিক্ষায় মনোনিবেশ করবে। সরকার ছাত্রদের আট দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিহত-আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে পলিটবু্যরো।
ওয়ার্কার্স পার্টির পলিটবু্যরোর বিবৃতিতে আরও বলা হয়, এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি এবং তাদের সাম্রাজ্যবাদী মুরব্বিরা ঐক্যবদ্ধ হয়ে দেশে দক্ষিণপন্থি, মৌলবাদী, সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটাতে চায়।