বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কারফিউ প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি সিপিবির

যাযাদি ডেস্ক
  ২৪ জুলাই ২০২৪, ০০:০০
কারফিউ প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি সিপিবির

কারফিউ প্রত্যাহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সিপিবি।

পর্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, 'দেশের বর্তমান সংকটে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা গভীর সমস্যায় পড়েছে। এ অবস্থা থেকে মানুষের জীবিকা, কাজের নিশ্চয়তা প্রদান ও কারফিউ প্রত্যাহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানাই।'

বিবৃতিতে বলা হয়, 'এবার যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, তা অতীতে কখনো হয়নি। এসব হত্যাকান্ডের বিচার, পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।'

সিপিবির নেতারা বলেছেন, 'শাকগোষ্ঠী ক্ষমতায় থাকতে নানা ধরনের বয়ান তৈরি করবে, এতে বিভ্রান্ত না হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।'

বিবৃতিতে নেতারা ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি জানিয়ে বলেন, 'তথ্যের অধিকার খর্ব করলে নানা গুজবের জন্ম দেয়, যা মানুষকে বিভ্রান্ত করে এবং সংকট সমাধান দীর্ঘায়িত করে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে