মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আন্দোলনকারীদের আইনি সহায়তা ঘোষণা বার সভাপতির

যাযাদি রিপোর্ট
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
আন্দোলনকারীদের আইনি সহায়তা ঘোষণা বার সভাপতির

কোটাবিরোধী আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতে কোটাবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ব্যারিস্টার খোকন বলেন, প্রধানমন্ত্রী সরাসরি কোটার পক্ষে অবস্থান নিয়ে আদালত অবমাননা করেছেন। কারণ বিষয়টি এখন আদালতে বিচারাধীন। প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি বাতিল করেছিলেন। অথচ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি অঙ্গীকার করেছেন রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। একথা বলে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে