শিক্ষার্থীদের ওপর
হামলার কঠোর
নিন্দা অ্যামনেস্টির
ম যাযাদি ডেস্ক
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলার এসব ঘটনায় কয়েক শ শিক্ষার্থী আহত হয়েছেন।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ নিন্দা জানায়।
অ্যামনেস্টি বলেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নিরাপত্তা ও আহত সবার যথাযথ চিকিৎসা অবিলম্বে নিশ্চিত করতে জরুরিভিত্তিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।
পোস্টে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার যে ধরন দেখা যাচ্ছে, এর সঙ্গে অতীতে অ্যামনেস্টির নথিভুক্ত করা সহিংসতার মিল রয়েছে। সহিংসতায় সাধারণ পোশাকে লোকজন হাতুড়ি, লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন ও মারধর করছেন।
অ্যামনেস্টি বলেছে, নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সুরক্ষায় বাংলাদেশ সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধান মেনে চলার বাধ্যবাধকতা সমুন্নত রাখতে হবে।
ঢাবিতে ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার :জাফর ইকবাল
ম যাযাদি ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া 'রাজাকার' সেস্নাগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার।
মুহম্মদ জাফর ইকবাল এমন কথা লিখেছেন 'সাদাসিধে কথা' নামে নিজের একটি ওয়েবসাইটে। তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।'
তিনি আরও লেখেন, 'আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?'
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ
১৪৫ অভিবাসী আটক
ম যাযাদি ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে শনিবার
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ ও তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।