কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে থাকার প্রতিশ্রম্নতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই আন্দোলনে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রম্নতি দিচ্ছে।'
তিনি বলেন, 'একইসঙ্গে ছাত্রদল- আন্দোলনরত সব শিক্ষার্থীদের বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফ্যাসিবাদী এই সরকার হটিয়ে প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারভিত্তিক একটি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার পরদিন বিএনপির ছাত্রসংগঠন এই অবস্থানের কথা জানাল।
শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল রাজপথে থাকবে কিনা- এমন প্রশ্নের উত্তরে রাকিব বলেন, 'বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ব্যানারে যেদিন থেকে সভা-সমাবেশ শুরু হয়েছে, তখন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে এই আন্দোলনের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল সর্বাত্মকভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে ছাত্রদলের কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।'
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পর সেখান থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গল রেস্তোরাঁর মোড় ঘুরে নয়া পল্টনে এসে শেষ হয়।
'ছাত্রদল ক্রেডিট নিতে চাচ্ছে না'
রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'আপনারা গতকাল নিউজ করেছেন, শহীদুলস্নাহ হল ও কার্জন হলে হামলা হয়েছে; সেখানে ছাত্রদলের সর্বাত্মক অংশগ্রহণ ছিল। অধিকাংশ মিডিয়াতেও অনেক আহত হয়েছে- এরও নিউজ করেছেন, বিগত সময় আপনাদের নিউজে এটা (আমাদের নেতাকর্মীরা আছে) উঠে এসেছে। আপনাদের মাধ্যমে একটি বিষয় উলেস্নখ করতে চাই, ছাত্রদল ক্রেডিট নিতে চাচ্ছে না।