মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ওয়ান ব্যাংক পিএলসি'র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
ওয়ান ব্যাংক পিএলসি'র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি'র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ জুলাই ব্যাংকের সম্মানিত গ্রাহকরা ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুলস্নাহ্‌ খান উপস্থিত অতিথিদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং পরিচালক অনন্যা দাশ গুপ্ত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী, ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার এবং ওয়ান সিকিউরিটিস লিমিটেডের চেয়ারপারসন ফারজানা চৌধুরী, পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে