মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

চট্টগ্রাম বু্যরো
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

এক্সপ্রেস পদ্ধতিতে চালান খালাসের বিধি বাতিলের দাবিতে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, আগে সিএন্ডএফ কর্মীরা সব মালামাল খালাস করত। এখন কালো আইন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এতে করে আদায় করা হচ্ছে অনৈতিক সুবিধা। স্বর্ণ পাচারে সহযোগিতা করার জন্যই সিন্ডিকেট করে এই আইন করা হয়েছে। এর ফলে প্রায় ১০-১২ হাজার এজেন্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কোনো কুরিয়ার এক্সপ্রেসওয়ে কাজ করতে পারবে না। নতুন যে আইনটি করা হয়েছে, এতে করে সরকারের আয় কমবে। এর ফলে কর ফাঁকি দিতেই কাস্টমস অনৈতিক সুবিধা দিচ্ছে। আমরা এসআরও-২০৭ আইনটি বাতিল চাই।

এ বিষয়ে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, আমরা ওই সময় মিটিংয়ে ছিলাম। তাই আন্দোলনের বিষয়ে কিছু জানি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে