মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

দেশে ফিরলেন ৬৯

হাজার হাজি, ৬৫

জনের মৃতু্য

ম যাযাদি ডেস্ক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ জন হজযাত্রী। গত ২০ জুন থেকে হজযাত্রীদের এই ফিরতি যাত্রা শুরু হয়। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে ফিরতি যাত্রা শুরু করেন তারা। এরপর থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৯৬টি ফ্লাইটে এই হজযাত্রীরা

দেশে ফেরত এসেছেন।

সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য জানা গেছে। হজযাত্রীদের নিয়ে শেষ ফিরতি ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১৯৬টি

ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ফ্লাইট রয়েছে।

পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা গেছে, এ বছর হজ পালন করতে গিয়ে ৬৫ জন বাংলাদেশির মৃতু্য হয়। তাদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ১৩ জন নারী। মক্কায় ৫১ জন, মদিনায় ৫, জেদ্দায় ২ এবং মিনায় ৭ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

রাজধানীর ক্যান্টনমেন্ট

এলাকায় সন্ত্রাসীদের

গুলিতে আহত ২

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কাজী অ্যাসপ্যারাগাস গলির ভেতর সন্ত্রাসীদের গুলিতে নাভানা ডেভেলপার কোম্পানির নিরাপত্তাকর্মীসহ দুজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। আহতরা হলেন, নাভানা ডেভেলপার কোম্পানির একটি প্রকল্পের নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলমগীর (৪৮) ও মোটর মেকানিক মোহাম্মদ

আমির হোসেন (৩০)।

আলমগীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজরাডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। অপর আহত আমির হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. মজিবরের ছেলে। বর্তমানে তারা মিরপুর এলাকায় ভাড়া থাকেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সজল বলেন, 'আমার ভাই আলমগীর নাভানা প্রকল্পে সিকিউরিটি গার্ডের কাজ করেন। সোমবার ভোরে ভবনে ঢালাইয়ের কাজ হচ্ছিল। আমার ভাই এবং তার পরিচিত আমির ঘটনাস্থলে টুলে বসা ছিলেন। হঠাৎ মামুন ও ফয়সালসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এসে কোনও কিছু বোঝার আগেই তাদের দুজনের পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আলমগীরের বাম পায়ে ও আমির হোসেনের ডান পায়ে গুলি লাগে। পরে খবর পেয়ে দ্রম্নত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।'

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালের দিকে

দুজনকে জখম অবস্থায় হাসপাতালে আনা

হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে