ডেঙ্গুতে আরও দুইজনের মৃতু্য, হাসপাতালে ১১২ জন ভর্তি
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও দুইজনের মৃতু্য হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, অপরজন চট্টগ্রাম বিভাগের।
এর আগে পাঁচ দিন পর শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে একজনের মৃতু্য হয়। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫০ জনের মৃতু্য হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৭ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন ও খুলনা বিভাগে চারজন ও রাজশাহী বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ৫০ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ৩৮২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ২১৪ জন। ঢাকার বাইরে ছিলেন ১৬৮ জন।
অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃতু্য হয়। ফেব্রম্নয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃতু্য হয় তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, মারা যান পাঁচজন। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মৃতু্য হয় দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, মারা যান ১২ জন। জুন মাসে ৭৯৮ জন আক্রান্ত হন, মৃতু্য হয় আটজনের। এছাড়া জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১০২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ছয়জন।