ঢাকায় নির্মাণাধীন ভবনে বিদু্যৎস্পৃষ্টে শ্রমিকের মৃতু্য
\হযাযাদি রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া রহমতপুর মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদু্যৎস্পৃষ্টে মো. আশরাফুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুলের সহকর্মী মোত্তাকিন বলেন, সকালে কোনাপাড়ার রহমতপুর মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ঢালাইয়ের সময় বিদু্যতের প্রধান তারের সঙ্গে জড়িয়ে যায় আশরাফুল। ওই সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে যান আশরাফুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশরাফুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধনিয়া ঘর গ্রামের দুলাল মিয়ার সন্তান। যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
রাস্তা পারাপারের সময়
দ্রম্নতগামী গাড়ির ধাক্কায়
যুবক নিহত
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রম্নতগামী গাড়ির ধাক্কায় সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেলের স্ত্রী কুলসুম আক্তার বলেন, 'আমার স্বামী গাবতলী হাটে গরু রাখালের কাজ করতেন। রাতে কাজ শেষে মিরপুর দারুস সালাম রোড দিয়ে বাসায় ফিরছিলেন। এই সড়ক পারাপারের সময় দ্রম্নতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।'
তিনি আরও বলেন, 'আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।' তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ঢাকায় মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের তিন মেয়ে ও এক ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ পাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
স্ত্রীর মামলা
দুই বছর পর এএসপি
লিয়াকতের বরখাস্তের
আদেশ প্রত্যাহার
ম যাযাদি রিপোর্ট
স্ত্রীর করা মামলায় ২০২১ সালে বরখাস্ত হয়েছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবর। সাময়িক বরখাস্তের দুই বছর পর লিয়াকত আকবরের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানায়, সচিব মো. জাহাঙ্গীর আলিমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের প্রজ্ঞাপনমূলে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।