মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃতু্য হাসপাতালে ভর্তি ৭৫ জন

যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আরও একজনের মৃতু্য হাসপাতালে ভর্তি ৭৫ জন

দেশে পাঁচ দিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর মৃতু্য বেড়ে দাঁড়াল ৪৮ জনে। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১১ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে ঢাকা দক্ষিণ সিটির এক নারী ডেঙ্গুতে মারা গেছেন। এর আগে গত ৮ জুলাই একজনের মৃতু্য হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ৫৭ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ময়মনসিংহ বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে সাতজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ৩৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৭৪ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ১৬২ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃতু্য হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে মৃতু্য হয়েছে ১ হাজার ৭০৫ জনের। (২০০০ থেকে ২০২২) ডেঙ্গু মৃতু্য হয়েছে ৮৬৮ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে