মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সৌদি থেকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৭৯৭৪ হাজি ৬৪ বাংলাদেশির মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
সৌদি থেকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৭৯৭৪ হাজি ৬৪ বাংলাদেশির মৃতু্য

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে এ পর্যন্ত ৬৪ জন বাংলাদেশি মারা গেছেন। অন্যদিকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি। শনিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ৫১ ও নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০, মদিনায় ৫, জেদ্দায় ২ ও মিনায় ৭ জন মারা গেছেন।

গত ১৫ জুন হজ পালিত হয়। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ২১৮টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮৪টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬৯টি ও ফ্লাইনান্স এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে