কোটা আন্দোলন নিয়ে সরকার অপকৌশল করছে : আব্বাস
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। এই আন্দোলন ভিন্নখাতে নিতে সরকার অপকৌশল করছে। বিএনপিকে জড়িয়ে আন্দোলন পন্ড করার চক্রান্তও করছে।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন দলের নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। কবরে পুষ্পমাল্য অর্পণের পর মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, মহানগর উত্তর এবং দক্ষিণ নবগঠিত কমিটির সবাইকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার পুষ্পস্তবক অপর্ণ করতে এসেছেন। নবগঠিত কমিটির সূর্য সন্তানরা এদেশের মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে বলে শপথ গ্রহণ করেছে।
মির্জা আব্বাস বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য। কিন্তু এ আন্দোলনে বিএনপিকে জড়িয়ে মূল দাবিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সরকার এটা নতুন অপপ্রয়াস ও অপকৌশল কোটা সংস্কারের আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিকে সরকার অন্য কোনো চক্রান্ত করছে কি না, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করছে কি না তা নিয়ে শঙ্কা থেকে যায়।
বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না দাবি করে দলের এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না, এসব প্রশ্ন
ঠিক নয়। কাউন্সিল বা কমিটি যাই হবে এসব বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। সরকার পতন করাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিছুই থাকবে না। তাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অতীতে বিএনপির কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই। ওইসব আন্দোলনে দলের নেতাকর্মীরা মামলা, হামলা নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছে। অনেকে আহত হয়েছে, শাহাদতবরণ করেছে বহু লোক আছে। বিএনপির কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই। বরং সরকারই নানা কলা-কৌশল, ষড়যন্ত্র-চক্রান্ত করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে, এখনো করছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই বিএনপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
'চীন থেকে শূন্য হাতে ফিরেছেন শেখ হাসিনা'
এদিকে শনিবার নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফরসঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। তিনি বলেন, 'চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন, ১ বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন।'
তিনি বলেন, 'দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন শেখ হাসিনা। তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।'
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, 'দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, কর্তৃত্ববাদী শাসন-শোষণের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।'
ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, এটিএম আবদুল বারী ড্যানী, মাওলানা আলমগীর হোসেন, ক্বারী গোলাম মোস্তফা, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসুম বিলস্নাহ প্রমুখ।