রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
নরসিংদীর রেললাইনে পাঁচ লাশ

পরিচয় জানতে চেয়ে রেল পুলিশের বিজ্ঞপ্তি

যাযাদি ডেস্ক
  ১১ জুলাই ২০২৪, ০০:০০
পরিচয় জানতে চেয়ে রেল পুলিশের বিজ্ঞপ্তি

নরসিংদীতে রেললাইন থেকে উদ্ধার হওয়া পাঁচটি ক্ষতবিক্ষত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা, না তাদের হত্যা করে লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের মুখমন্ডলের ছবি দিয়ে বুধবার সকালে রেল পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। নিহত ব্যক্তিদের কেউ চিনে থাকলে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সেখানে।

ঢাকা জেলা রেল পুলিশের এসপি আনোয়ার হোসেন বুধবার সকালে 'বিশেষ অনুরোধ বার্তা' শিরোনামে বিজ্ঞপ্তিটি সংবাদ মাধ্যমে পাঠান। তাতে বলা হয়, গত ৮ জুলাই ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচক ও কমলপুর গ্রামের মধ্যবর্তী ঢাকা-ভৈরব রেল লাইন থেকে অজ্ঞাতনামা ৫ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর।

নিহতদের নাম-পরিচয় উদঘাটনে সবার সহযোগিতা কামনা করে এ বিষয়ে যেকোনো তথ্য পেলে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রেল পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে একজনের মুখমন্ডল পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ায় তার ছবি দেওয়া হয়নি।

এখন পর্যন্ত কেউ লাশের দাবি না করায় পুলিশ তাদের পরিচয় জানতে পারেনি। এমনকি আঙুলের ছাপ থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের প্রযুক্তিও কাজে আসেনি। এটা হত্যা না দুর্ঘটনা- তা নিয়ে ধোঁয়াশা তিন দিনেও কাটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে