সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
কেউই চাই না, ডেঙ্গুতে
ভয়াবহ পরিস্থিতি
হোক :স্বাস্থ্যমন্ত্রী
ম যাযাদি রিপোর্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, 'আমরা কেউ চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয় ওপরওয়ালার ইচ্ছায়, আমরা সামলাতে পারব বলে আশা করি।' মঙ্গলবার দুপুরে মন্ত্রী তার দপ্তরে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সব চিকিৎসক কিন্তু জানেন, ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি ইতোমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের ইডিসিএলকে নিয়ে আমরা মিটিং করেছি, যাতে কোনোভাবেই যেন স্যালাইনের ঘাটতি না হয়।'
মশা নিয়ন্ত্রণে সমন্বয় কীভাবে করা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমরা কয়েকটা মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করব। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।'
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ছিলেন।
আবহাওয়া অধিদপ্তর
হ্যাকারের কবলে
ওয়েবসাইট, পাঁচ
ঘণ্টা পর উদ্ধার
ম যাযাদি রিপোর্ট
হ্যাকারের কবলে পড়ার পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়েবসাইটটি আক্রান্ত হয় বলে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, 'আমাদের আইটি টিম সেটা উদ্ধার করেছে। এরকম তো হতেই পারে। সবাই জানতে চায়, কখন হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে। সেটা জানার জন্য আমাদের আরও সময় লাগবে।' সকাল ৯টা নাগাদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটের বাংলা ভার্সন ঠিকঠাক দেখালেও, ইংরেজি ভার্সনে ক্লিক করলে সেটি 'হ্যাকড' দেখাচ্ছিল।
সেখানে লেখা ছিল, ঐঅঈকঊউ ইণ ঙউওণঅঘ৯১১. ূঞঊ৪গ টঈঈ ওঘউওঅঘ ঐ৪ঈকঊজঝ ূ, ইবযরহফ ঊাবৎু গধংশ, ঞযবৎব রং ধ ঋধপব অহফ ইবযরহফ ঞযধঃ, অ টহঃড়ষফ ঝঃড়ৎু. চখঅণ সঁংরপ।
ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছিল- ঙউওণঅঘ ্ ঝঙখঠঊওএ ্ ঝঐটইঐ ্ ইওঘঅজণ-টঝঊজ ্ তঙউওঅঈ ্ ঐ৩জঙওঈ-ঈঐঅউ ্ অঘঙঘথঝঊঈথ১০১.
দুপুর ১টার দিকে অধিদপ্তরের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রবেশ তথ্য ঠিকঠাক পাওয়া গেছে।
মাদকবিরোধী অভিযানে
২৩ জন গ্রেপ্তার
ম যাযাদি ডেস্ক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ভোর ৬টা
থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ২৪৯ ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৩ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা
দায়ের করা হয়েছে।