প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০
আইএসপিআর
যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোববার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (২য় দিন) পালিত হয়েছে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কমান্ডার পিজিআর তাকে অভ্যর্থনা জানান। এরপর পিজিআর এর একদল চৌকস গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের উপস্থিত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও, শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহীদ সদস্যদের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পিজিআর এর সকল সদস্যের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, '১৯৭৫ সালের ০৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দেশ এবং বিদেশ হতে আগত রাষ্ট্রে প্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্র ঘোষিত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের দৈহিক নিরাপত্তাসহ সকল প্রকার রাষ্ট্রাচার কার্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে বলে তিনি তার বক্তব্যে উলেস্নখ করেন। এছাড়া, প্রধানমন্ত্রী পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর