সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
রাজধানীতে সড়ক
দুর্ঘটনায় নারী নিহত
ম যাযাদি ডেস্ক
রাজধানীর উত্তরায় অটোরিকশার ধাক্কায় নুরজাহান (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে অটোরিকশাচালক নুরনবী জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ের রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত অবস্থায় ওই বৃদ্ধার কাছ থেকে জানা যায়, তিনি উত্তরা বালুর মাঠ এলাকায় থাকতেন। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কেন্দ্রীয় কারাগারে
বন্দির মৃতু্য
ম যাযাদি ডেস্ক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) জুলহাস আকন্দ রানাভ (৫১) নামে এক বন্দির মৃতু্য হয়েছে।
রোববার ভোরে তার মৃতু্য হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, 'রোববার ভোরে কয়েকজন কারারক্ষী জুলহাস আকন্দকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার চুরি মামলায় বন্দি ছিলেন জুলহাস আকন্দ। তার বাবার নাম মো. মফেজ আকন্দ। গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মধ্য জাফরাবাদ গ্রামে। বর্তমানে লালবাগে থাকতেন।
মাদকবিরোধী অভিযানে
১৯ জন গ্রেপ্তার
ম যাযাদি ডেস্ক
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২৮১টি ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম হেরোইন ও ২ কেজি ৫০০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে।
বৈদু্যতিক গোলযোগে ৩৭ মিনিট বন্ধ মেট্রোরেল
ম যাযাদি রিপোর্ট
মেট্রোরেলের পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে বিদু্যৎ সরবরাহ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। কিন্তু বিদু্যৎ সংযোগে সমস্যা হওয়ায় দুপুর ২টা ২৭ মিনিট থেকে ৩টা ৪ মিনিট পর্যন্ত মোট ৩৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাচ্ছিলেন খালেদ নোমান তিনি বলেন, মেট্রোর পেইড জোনে অপেক্ষা করছিলাম। ভাবছিলাম বিদু্যৎ কিছু সময়ের মধ্যে চলে আসবে; কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় পেইড জোনে অপেক্ষা করতে হয়েছে।
ঈশিতা নামে এক যাত্রী জানান, তিনি তার বৃদ্ধ মাকে নিয়ে বেশ কিছু সময় অপেক্ষার পরে স্টেশন থেকে বের হয়ে আসেন।
ইফতেখার উদ্দিন বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ ডিপিডিসি থেকে বিদু্যৎ সংযোগ নিয়ে থাকে, সেখান থেকে পাওয়ার সাপস্নাইয়ে সমস্যা হয়েছিল। ৩টা ৪ মিনিট থেকে আবার চলাচল শুরু হয়েছে।