রথযাত্রা শুরু ঢাকায় বর্ণিল শোভাযাত্রা

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রোববার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় -যাযাদি
হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞের পর বর্ণিল শোভাযাত্রায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। রোববার ঢাকার স্বামীবাগে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে (ইসকন) এসব আয়োজনের পর বিকাল ৩টায় প্রতি বছরের মতো বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে। তারপর গুলিস্তান হয়ে দোয়েল চত্বর, কার্জন হল ও জগন্নাথ হল ঘুরে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। ১৫ জুলাই বিকালে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে উৎসবের। এর আগে দুপুরে স্বামীবাগ আশ্রমে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমার মনে হয়, রথযাত্রা উৎসব বাংলাদেশের প্রতিটি জেলায় হয়। ঈদের দিনে সবাই আমরা যেমন আনন্দ করি, রথযাত্রার দিনেও সবাই আমরা একসঙ্গে আনন্দ করি।' তিনি বলেন, 'তলাবিহীন ঝুড়ি থেকে অগ্রসর বাংলাদেশ পেয়েছি। তার মূলে হলো আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে একসঙ্গে চলছি। আমরা জঙ্গি ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমন করতে সক্ষম হয়েছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ভেদাভেদ নাই, এদেশ সবার।' বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ খোকন বলেন, 'বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছেন। আজ আমরা কথায় কথায় সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে থাকি। বাংলাদেশ সংবিধানে সংখ্যালঘু বলতে কোনো শব্দই নাই। এটা মানবসৃষ্ট, আমরা নিজেদের মতো করে বানিয়ে নিজেদের ছোট করি।' ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সার্বিক নিরাপত্তায় ও সবার সহযোগিতায় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এবারের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে শোভাযাত্রাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া শোভাযাত্রায় অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবকরাও শ্রম দিয়েছেন।