বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কামপালা ঢাকা ১২তম
উগান্ডার কামপালা এলাকা শনিবার বায়ুদূষণের শীর্ষে ছিল, তবে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। এদিন সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে অবস্থান করা কামপালার দূষণ স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই শহরটির দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ সেখানকার বাতাসের মানও অস্বাস্থ্যকর। একই সঙ্গে কুয়েতের কুয়েত সিটি শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ১২ নম্বরে। ঢাকার বায়ুর দূষণ স্কোর ৯২ অর্থাৎ এখানকার বাতাসের মান মাঝারি বা ভালো মানের। একই সময়ে পাকিস্তানের করাচি এবং ভারতের দিলিস্নর বাতাসের মানও মাঝারি বা ভালো অবস্থানে ছিল এদিন।
রাজধানীতে
বিদু্যৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি ভুসির কারখানায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা কারখানার ম্যানেজার মোহাম্মদ মাকসুদ জানান, কারখানার মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদু্যৎস্পৃষ্ট হন দুলাল মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুলালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ট্রেনের ধাক্কায়
অজ্ঞাতপরিচয়
ব্যক্তি নিহত
ম যাযাদি ডেস্ক
রাজধানীর কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক
ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে
এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা সংবাদ মাধ্যমকে জানান, 'রাত ৮টার দিকে কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃতু্য হয়। তার বয়স ৫০ থেকে ৫৫ হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।