দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আ'লীগের প্রতিজ্ঞা নৌ পরিবহণ প্রতিমন্ত্রী
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
সাতক্ষীরা প্রতিনিধি
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'যে দেশে ত্রিশ লাখ মানুষ দেশ স্বাধীনের জন্য অকাতরে জীবন দিয়েছেন, সেই দেশটা কেন দুর্নীতিবাজ হবে? এ দেশের তরুণ ছেলেরা মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধ করেছে, সেই দেশ কি দুর্নীতিবাজ হতে পারে। দুর্নীতিবাজ বানানো হয়েছে। খালেদা জিয়ারা এই দেশটাকে দুর্নীতিবাজ বানিয়েছে। যার বোঝা এখন আওয়ামী লীগ সরকারকে টানতে হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আওয়ামী লীগের প্রতিজ্ঞা ও অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে আমরাই দেশকে সেই মর্যাদার জায়গায় নিয়ে যাব। কিন্তু দেশে যে দুর্নীতি হচ্ছে তা নিয়েও ষড়যন্ত্র রয়েছে।'
বৃহস্পতিবার সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিলস্নুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গেস্নাবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন ডিরেক্টর ফিলিপ আইলার, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিএন্ড এফ অ্যাসোসিয়েশনের সধারণ সম্পাদক মাকসুদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (ট্রাফিক)-এর পরিচালক উপসচিব হারুনুর রশীদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আমিনুর রহমান, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, ভোমরা স্থল বন্দরের ডেপুটি কমিশনার এনামূল হক, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ।