কারাগারের ছাদ কেটে পলায়ন
বগুড়ায় সেই চার আসামির দুই দিনের রিমান্ড
প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০
বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে পালানোর পর গ্রেপ্তারকৃত মৃতু্যদন্ডপ্রাপ্ত চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতের বিচারক মুমিন হাসান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সুজন মিঞা। চার কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু (কয়েদি নম্বর-৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর-৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নম্বর-৩৬৮৫) এবং বগুড়া সদরের কুটুরবাড়ী পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর-৪২৫২)।
পুলিশ কর্মকর্তা সুজন মিঞা বলেন, 'বুধবার গ্রেপ্তার চার কয়েদিকে জিজ্ঞাসাবাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।'
গত ২৬ জুন রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ কেটে বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় মৃতু্যদন্ডপ্রাপ্ত চার আসামি। ওই চার কয়েদি একই সেলে থাকার কারণে দীর্ঘদিন পরিকল্পনা করে তারা কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায়। পরে বুধবার ভোর সাড়ে ৪টায় জেলখানার অদূরে একটি বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।