শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
নর্থ সাউথ ইউনিভার্সিটি

বিওটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদ পুনর্নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
বিওটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদ পুনর্নির্বাচিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে ২০২৪-২০২৫ সালের জন্য পুনর্র্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। ২০২৪ সালের ৩০ জুন এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর এটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদের দ্বিতীয় মেয়াদ।

জাভেদ মুনির আহমেদ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন।

জাভেদ মুনির আহমেদের পিতা, এনএসইউ'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ মুসলেহউদ্দিন আহমেদ প্রদত্ত এনএসইউ'র প্রতিষ্ঠাকালীন নীতিমালার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেন। ১৯৯২ সালে এনএসইউ'র প্রতিষ্ঠাকালে জনাব আহমেদ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশের আইটি শিল্পের অন্যতম পথিকৃৎ জনাব আহমেদ এনএসইউ'তে গবেষণার মান আরও বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন। এরই অংশ হিসেবে তিনি এনএসইউ'তে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) ইনস্টিটিউটের প্রস্তাব করেছেন। তিনি বলেন, 'এআই সম্পর্কিত এই উন্নত গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণাকে আরও এগিয়ে নিতে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বেসরকারি শিল্পের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠা করতে চাই।'

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, 'আমরা এরই মধ্যে জাভেদ মুনির আহমদকে চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ও ইতিবাচক প্রভাব তৈরি করতে দেখেছি। আমরা তার অনুপ্রেরণামূলক নেতৃত্বে এনএসইউ'র প্রবৃদ্ধি ও উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশায় তার সফল মেয়াদ কামনা করি।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে