বিজিবির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

সংবাদ বিজ্ঞপ্তি
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি'র 'বৃক্ষরোপণ অভিযান-২০২৪'-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর, পিলখানার বকুলতলা প্রাঙ্গণে আমলকী গাছের চারা রোপণ করে বিজিবি'র সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, 'জাতির পিতা ১৯৭২ সালে সোহরাওয়ার্র্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এবং ১৯৭৪ সালে জাতীয়ভাবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন।' বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে বিজিবি মহাপরিচালক বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি'র সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের স্থাপনার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক বলেন, 'গাছ বায়ুমন্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বাতাস থেকে কার্বনডাই অক্সাইড শোষণ করে, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।' সংবাদ বিজ্ঞপ্তি