শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

যাযাদি রিপোর্ট
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ২০ দিনের ছুটি শেষে খুলছে প্রাথমিক বিদ্যালয়। এদিন থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে প্রাথমিক বিদালয়ে বুধবার থেকে ক্লাস শুরু হবে।

সিলেট অঞ্চলে বন্যা এবং দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে ছুটি বাড়ানো হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, 'ছুটি বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ৩ জুলাই থেকে ক্লাস শুরু হবে। যদি বন্যা বা অতি বৃষ্টির কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত হয় তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।'

এদিকে, বছরের শুরুতে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ১৩ জুন থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এ ছুটি চলার কথা ২ জুলাই পর্যন্ত। শিখন ঘাটতি পূরণে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে