শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
পটিয়া বৌদ্ধ বিহার

শত বছরের অষ্টধাতুর মূর্তি ও দানবাক্সের টাকা চুরি

চট্টগ্রাম বু্যরো
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
শত বছরের অষ্টধাতুর মূর্তি ও দানবাক্সের টাকা চুরি

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট ধাতু চৈত বৌদ্ধ বিহারের শত বছরের পুরনো একটি বুদ্ধ প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিহারের তালা ভেঙে মূর্তি ও টাকা চুরি হয় বলে জানান স্থানীরা। এ ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পটিয়া থানা পুলিশের একটি টিম।

জানা যায়, সোমবার গভীর রাতে ধলঘাট ইউনিয়নের ওই বিহারের তালা ভেঙে একটি ৪৫-৫০ কেজি ওজনের অষ্টধাতুর ২-৩ ফুট উচ্চতার (সোনা, রূপা, পিতল, তামা, লোহা, সিসা) শত বছরের পুরনো বুদ্ধ প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরি হয়।

মঙ্গলবার ভোরে বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের সেখানে প্রবেশ করে দেখতে পান কয়েকটি মূর্তির মধ্যে অষ্টধাতুর প্রতিবিম্বটি নেই। এ সময় তিনি বিহারের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে বিহার কমিটিকে জানান। পরে কমিটির সদস্যরা সেখানে যান এবং পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম দিদার ও ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন।

স্থানীয় বাসিন্দা হিরো বড়ুয়া বলেন, 'একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। কেননা বিহারে অনেকগুলো প্রতিবিম্ব থাকলেও সেগুলোতে চোর চক্র হাত দেয়নি। অথচ অষ্টধাতুর তৈরি সবচেয়ে দামি ও ওজনে ভারী প্রতিবিম্ব চুরি করে নিয়ে গেছে। এতগুলো প্রতিবিম্বের মধ্যে অষ্টধাতুর প্রতিবিম্বটি খুঁজে বের করা সহজ নয়।'

বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের বলেন, 'অষ্টধাতুর তৈরি একটি বুদ্ধ প্রতিবিম্ব চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও বিহারের দানবাক্সে থাকা আনুমানিক এক থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে। বৌদ্ধ মূর্তিটি প্রায় শত বছরের পুরনো।'

বিহারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি বড়ুয়া বলেন, 'চোরের দল বিহারের তালা ভেঙে ৪৫-৫০ কেজি ওজনের অষ্টধাতুর পুরনো মূর্তিটি চুরি করে নিয়ে গেছে। এরকম মূর্তি অত্র এলাকায় আর কোনো বিহারে নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ এ চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। কেননা প্রতিবিম্ব চুরির ঘটনা শুধু চুরিই নয় আমাদের ধর্মীয় চেতনায়ও আঘাত।'

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, 'প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা বিস্তারিত তদন্তের পর জানাতে পারব। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিহারে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করা যায়নি। বিহারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া শত বছরের পুরনো মূর্তিটি উদ্ধার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে