শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ ৬ জন আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
শ্রীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ ৬ জন আহত

গাজীপুরের শ্রীপুরে বোনাস ও ছুটির বকেয়া টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কারখানা শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের ৩ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুরে আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়ার দাবিতে সড়কে বিক্ষোভ করেন।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আবদুর নুর শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে মাথায় গুরুতর জখম হয়েছেন। এ সময় আরও দুই কনস্টেবলও আহত হন।

তবে আন্দোলনরত শ্রমিকদের কয়েকটি সূত্র জানায়, পুলিশের রাবার বুলেটে আনোয়ারা নিট কম্পোজিটের কর্মী মোসা. পারভিন আক্তার, জমিলা ও আমেনা খাতুন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিক সূত্রে জানা যায়, আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানা কর্তৃপক্ষ প্রায় এক বছর ধরে হাজিরা বোনাস বাকি রেখেছে। এমনকি সম্প্রতি ঈদেও বেশ কয়েকজন শ্রমিকের ঈদ বোনাস পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের দাবিতে তারা মঙ্গলবার দুপুর ১২টায় সম্মিলিতভাবে মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সেখানে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের ওপর চড়াও হয়। তারা বল প্রয়োগ করে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করেন। এই পরিস্থিতিতে উত্তপ্ত বাক্য বিনিময় হলে পুলিশ আচমকা রাবার বুলেট ছুড়তে শুরু করে। এরপর বাধ্য হয়ে সড়ক থেকে সরে যায় আন্দোলনরত শ্রমিকরা।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধ না রেখে উল্টো শ্রমিকরা শিল্প পুলিশকে লক্ষ্য করে আচমকা ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে তিন পুলিশ আহত হন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচাতে শিল্পপুলিশ এক পর্যায়ে সাউন্ড গ্রেনেট ও রাবার বুলেট প্রয়োগ করে।

এ ঘটনায় আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম যায়যায়দিনকে বলেন, 'শ্রমিকদের থামাতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেট ছোড়া হয়েছিল। কিন্তু এতে কোনো শ্রমিক আহত হয়েছেন বলে আমার কাছে খবর নেই। এ ঘটনায় শিল্প পুলিশের তিনজন আহত হয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে