রংপুরে চালু হচ্ছে দেশের প্রথম রোবটিক সার্জারি
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
রংপুর প্রতিনিধি
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে আগামী ছয় মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে মানব দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে। রোবটিক সার্জারির মাধ্যমে খরচ বেশি হলেও অস্ত্রোপচার-সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে। এতে চিকিৎসাসেবায় ভারতনির্ভরতা কমবে। এ জন্য দেশে রোবটিক সার্জারি বিস্তারে তরুণ সার্জনদের উদ্ভুদ্ধ করতে আগামী ৫ জুলাই সেমিনার রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলায়তনে অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাবেদ আখতার। তিনি সম্প্রতি রোবটিক সার্জারি বিষয়ে ফেলোশিপ করেছেন।
ডা. মো. জাবেদ আখতার সাংবাদিকদের জানান, 'দেশের তরুণ সার্জনদের উদ্ভুব্ধ করতে এই সেমিনারের আয়োজন। এতে করে ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারি ও
অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হবে এবং সার্জনদের শতকরা ৭০ ভাগ কাজের চাপ কমবে। রোবোটিক সার্জারির সুবিধা হলো- এটাতে জটিলতা কম। রোগীর রক্তপাতও কম হয়। এতে রোগীর সব ধরনের উপকার হয়। কয়েকটি ভালো দিক আছে। প্রথমত, চিকিৎসক ও রোগীর জন্য সময় কম প্রয়োজন হয়। রোগী দ্রম্নত সুস্থ হয়ে থাকে। সেলাই শুকানোর জন্য অপেক্ষা করতে হয় না। রোগীর ব্যথা কম হয়। শরীরে দাগ থাকে না। এটি একটি নন-টাচ ( ছোঁয়াবিহীন) কৌশল। তাই সংক্রমণের ঝুঁকি একেবারেই নেই বললেই চলে। যেটা সাধারণত অস্ত্রোপচারে কখনো কখনো ঘটে। এতে রোগী ভুক্তভোগী হন। অনেক সময় সেলাই শুকায় না বা অস্ত্রোপচারের যন্ত্রপাতি থেকে সংক্রমণ ঘটার আশঙ্কা থাকে। রোবোটিকে এসব হয় না।'
তিনি আরও বলেন, 'ওপেন সার্জারির পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটা করে ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রোবটিক সার্জারিতে অস্ত্রোপচারের স্থান ভালো ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতাসম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।'
ডা. জাবেদ আখতার জানান, 'সার্জারিতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে। বিশ্বের বাকি দেশে মাত্র সাত ভাগ এই সার্জারির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি রোবট ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে ভারতে প্রায় ১৫০টি রোবট রয়েছে। এ ছাড়াও নেপালেও স্বল্প পরিসরে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। অথচ দেশে এখনো রোবট সার্জারির ব্যবহার শুরু হয়নি। রোবটিক সার্জারিতে অস্ত্রোপচার শুরু করতে আমি দেশের হয়ে প্রথম এ বিষয়ে ফেলোশিপ করেছি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তি রোবট এতে আগামী ছয় মাসের মধ্যে রোবটিক সার্জারি শুরু হবে। এটি হলে রোগীদের দেশের বাহিরে চিকিৎসা করাতে হবে না এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।'
এর আগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কিট গার্ডেনে সংবাদ সম্মেলন করা হয়। এতে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক ডা. আহসানুর আপেল অংশ নেন।