শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নোয়াখালীতে পুকুরে মিলল ৯টি ইলিশ

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০২৪, ০০:০০
শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের একটি পুকুরে জেলের জালে ধরা পড়ে নয়টি ইলিশ মাছ -সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের একটি পুকুরে জেলের বেড় জালে উঠে এসেছে নয়টি ইলিশ মাছ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের জামে মসজিদের পুকুরে ওই ইলিশ ধরা পড়ে।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা ইলিশ মাছগুলো পরে আবার পুকুরের পানিতে ছেড়ে দেন। এ সময় আশপাশ এলাকার অনেক মানুষ পুকুরে পাওয়া ইলিশ মাছ দেখার জন্য সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা ও চতলাখাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, 'সকালে মসজিদ কমিটির নেতারা পুকুর থেকে মাছ উত্তোলনের জন্য পুকুরে বেড় জাল নামান। কিছুক্ষণ পর জেলের বেড় জালে উঠে আসে বিভিন্ন সাইজের ৯টি ইলিশ মাছ। মাছগুলোর একেকটির ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম হতে পারে। পুকুরের পানিতে বেড়ে ওঠায় নেতারা ইলিশ মাছগুলো পুনরায় পুকুরের পানিতে ছেড়ে দেন।'

আরিফুল ইসলাম জানান, 'গত বছর জোয়ারের লোনাপানিতে বয়ারচরের ওই এলাকা পস্নাবিত হয়। এতে শরীয়তপুর সমাজের জামে মসজিদের পুকুরের পাড়ও ভেসে যায়। ধারণা করা হচ্ছে, সেই সময় জোয়ারের লোনাপানির সঙ্গে ওই ইলিশগুলো মসজিদের পুকুরে ঢুকে পড়েছে এবং পুকুরের পানিতেই বেড়ে উঠছে। ১৫-২০ দিন আগেও ওই পুকুরে বেড় জাল ফেলে ১৫টি ইলিশ মাছ পাওয়া যায়। এ কারণে এবার পাওয়া মাছগুলো ধরে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে