তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে কৃষক লীগ

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে চলতি বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। শনিবার রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ১ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সমীর চন্দ বলেন, 'আমাদের যেমন বৃক্ষরোপণ করতে হবে পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা করতে হবে।' ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোলস্না প্রমুখ। এর আগে ১৫ জুন ১ আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।