দেশে শুক্রবার সকাল ৮টায় এক করোনা রোগীর মৃতু্য হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃতু্য হলো। সর্বশেষ মারা যাওয়া রোগী নারী। তিনি ময়মনসিংহের একটি সরকারি হাসপাতালে মারা যান।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে চলতি জুন মাসের ১৫ ও ১৯ তারিখে একজন করে করোনা রোগীর মৃতু্য হয়েছিল। এ নিয়ে দেশে ২০২০ সালে মার্চ থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৮ করোনা রোগীর মৃতু্য হলো। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৯৮০। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৪৭১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫০ শতাংশ। শুরু থেকে এ পর্যন্ত এই হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্তের বিপরীতে সুস্থ হওয়া রোগীর হার এ পর্যন্ত ৯৮ দশমিক ৪১ শতাংশ। আর মারা যাওয়া মানুষের সংখ্যার হার ১ দশমিক ৪৪ শতাংশ।