শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিমান বাহিনীতে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের পঞ্চম সি-১৩০জে পরিবহণ বিমান

  ২৮ জুন ২০২৪, ০০:০০
বিমান বাহিনীতে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের পঞ্চম সি-১৩০জে পরিবহণ বিমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের তৈরি ৫টি অত্যাধুনিক সি-১৩০জে পরিবহণ বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রম্নপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। পঞ্চম সি-১৩০জে বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। যাত্রাপথে বিমানটি আনতালিয়া (তুরস্ক) ও মাসকাট (ওমান) এ যাত্রাবিরতি করে।

ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য হাইকমিশনার ঐ.ঊ. ঝধৎধয ঈড়ড়শব উপস্থিত ছিলেন। এছাড়াও বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, সি-১৩০জে পরিবহণ বিমান অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বিমান, যা মালামাল ও সৈন্য পরিবহণসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। অত্যাধুনিক বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে