যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিমান বাহিনীর ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৪-এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৪ বৃহস্পতিবার যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে ট্রফি এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। অফিসার ক্যাডেট সাবিত হাসান রাফি ৮৪তম বাফা কোর্স প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য 'সম্মানসূচক তরবারি', অফিসার ক্যাডেট মো. ফাহিম উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি' ও অফিসার ক্যাডেট মো. মুস্তাকীমুর রহমান জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য 'কমান্ড্যান্টস্‌ ট্রফি' লাভ করেন। এছাড়াও ৮৪তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মো. মুস্তাকীমুর রহমান 'বিমান বাহিনী প্রধানের ট্রফি' লাভ করেন। এই গ্রীষ্মকালীন সেমিস্টারে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ''জাতির পিতা একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন এবং তার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও দিকনির্দেশনায় দেশের এভিয়েশন সেক্টরকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো নিজেদের প্রশিক্ষণ বিমান 'বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার' তৈরি করতে সক্ষম হয়েছে। বিমান বাহিনী একাডেমির বিশ্বমানের প্রশিক্ষণ, যার কারণে বিশ্বের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের অফিসার ক্যাডেটরা এ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন।'' এ কুচকাওয়াজের মাধ্যমে ১৩ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৫৯ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার এ এস এম মোস্তাকিম বিলস্নাহ আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপেস্ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশের এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আইএসপিআর