শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ২৮ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

খালেদা জিয়ার

শারীরিক অবস্থা

উন্নতির দিকে

ম যাযাদি রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে।

২৫ জুন দিবাগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। পরদিন সোমবার বিকাল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

ডিমের আড়তে অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ম যাযাদি রিপোর্ট

মূল্যতালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রি, ক্যাশমেমোতে দাম উলেস্নখ না করা ও এসএমএসের মাধ্যমে সারাদেশে বাজার নিয়ন্ত্রণের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোরে তেজগাঁওয়ের পাইকারি ডিমের আড়তে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এই অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আব্দুল জব্বার বলেন, পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে ক্যাশমেমোতে তারা দাম লেখেন না। কী দরে ডিম বিক্রি করছেন, ক্যাশমেমোতে উলেস্নখ থাকে না। সে রকম ক্যাশমেমো আমাদের কাছে আগে থেকেই ছিল। এছাড়া মূল্যতালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণও পাওয়া গেছে। তারা শুধু সংখ্যা লেখেন, এত হাজার পিস ডিম বিক্রি করা হলো। কী রেটে বিক্রি করলেন, সে তথ্য এখান থেকে দেওয়া হয় না।

তিনি বলেন, এখান থেকে পাইকারি মূল্যে ডিম বিক্রি হচ্ছে। যখন ভোক্তা পর্যায়ে যাচ্ছে তখন প্রতি পিস ডিমের দাম চার থেকে পাঁচ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। ১১ টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে, সেই ডিম খুচরা পর্যায়ে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়া এখান থেকে এসএমএসের মাধ্যমে সারাদেশে ডিম কী রেটে বিক্রি হবে সেটা নির্ধারণ করে দেওয়া হতো।

এ সময় আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট নীতিমালা হলে আমরা নীতিমালা অনুযায়ী চলব। নীতিমালার বাইরে গেলে জরিমানা করেন আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়া হঠাৎ এসে জরিমানা করে যাবেন এটা অন্যায়।

খিলগাঁওয়ে বাথরুমে

মিলল শিশু গৃহকর্মীর

ঝুলন্ত মরদেহ

ম যাযাদি ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার একটি ফ্ল্যাট থেকে আরিফা (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম জাকির হোসেন জানান, সকালে উত্তর গোড়ানের সাততলা ভবনের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাথরুমের ভেতরে এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই গৃহকর্মী আরিফা গত ২৪ জুন ওই বাসায় কাজে যোগদান করে। আজকে সকালে বাথরুমে ঢুকে। অনেক সময় বাথরুম থেকে বের না হলে বাসার লোকজন ডাকাডাকি করে। এক পর্যায়ে পুলিশে খবর দেওয়া হলে বাথরুমের দরজা ভেঙে ওই শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরিফার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে