সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাড্ডায় মালবাহী গাড়ির চাপায় নিহত ১ ম যাযাদি রিপোর্ট রাজধানীর বাড্ডার 'ফুজি টাওয়ার'-এর সামনে একটি মালবাহী লং ভেহিকেল (লড়ি) মোটর সাইকেলকে চাপা দিলে আরাফাত (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত নড়াইল সদর উপজেলার বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদার ও শাহনাজ বেগমের ছেলে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত আরাফাত মোটর সাইকেলে বাড্ডা হতে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড্ডা ফুজি টাওয়ারের সামনের ক্রসিং এ পৌঁছানো মাত্র একটি মালবাহী লং ভেহিকেল ভিকটিমের মোটর সাইকেলকে চাপা দিয়ে নতুন বাজারের দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালককে উদ্ধার করে বাড্ডা এএমজেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, লং ভেহিকেলটি (লড়ি) পালানোর সময় সুবাস্তুর সামনে অপর একটি বাসকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়লে ড্রাইভার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা চালিয়ে ওই চালককে আটক করা হয়েছে। গাড়ি এবং চালক থানা হেফাজতে আছে। দুর্নীতির মামলা এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদনের তারিখ পেছাল ম যাযাদি ডেস্ক সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ধার্য করেন। এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন বিচারক। ২০২১ সালের ১০ অক্টোবর মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। মামলায় সাত কোটি ১৪ লাখ ৫৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। জানা গেছে, এসকে সিনহা ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেওয়া পূর্বাচলের পস্নটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচল থেকে উত্তরার সেক্টর-৪ এ স্থানান্তর করেন। পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) থেকে অনুমোদনও করান। আর পস্নটের মোট ৭৫ লাখ টাকা নিজেই পরিশোধ করেন। পরে ওই পস্নটে নির্মাণ করেন নবমতলা ভবন। দুদকের অনুসন্ধানকালে নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবনের নির্মাণে ব্যয় হয় ছয় কোটি ৩১ লাখ পাঁচ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া পস্নটের মূল্য হিসাবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা। ঢামেক হাসপাতালে হাজতির মৃতু্য ম যাযাদি ডেস্ক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃতু্য হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় সৈয়দ আলম নামের এক হাজতিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।