বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।'
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'এখানে দুর্নীতি নেই বলে দাবি করছি না। শুধু সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ ও রাজনীতিবিদরা দুর্নীতিবাজ নন, এ কথা বলা ঠিক নয়। আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।'
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উলেস্নখ করে তিনি বলেন, 'আমি মনে করি দুদক এখানে আছে এবং প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল। সরকারের হস্তক্ষেপ ছাড়াই দুর্নীতির তদন্ত করছে দুদক। সরকার দুদকের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং করবেও না।'
এর আগে প্রবাসী যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। আপাতত দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত চলাচল করবে।
এই বাস সেবার উদ্বোধন করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা হবে আরও সহজ।'
অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, 'বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসিমউদ্দীন পর্যন্ত চলাচল করবে। এতে যাত্রীদের পরিবহণ ভোগান্তি কমাবে।'
উদ্বোধনের পর থেকেই যাত্রীদের জন্য এই বাস সেবা চালু করা হয়। বাসগুলো বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত যাতায়াত করবে।
আপাতত দুটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি। সংস্থাটি থেকে জানানো হয়, প্রবাসী, দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজসামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে এই বাস সার্ভিস চালু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহণের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে।
গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এ দুটি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়েছে বলেও জানায় এই সংস্থা।