জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুন্ডের ইউএনও
প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সীতাকুন্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। সোনার বাংলা গড়ায় প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন।
এদিকে ইউএনও কে এম রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন। আরও অভিনন্দন জানান, সীতাকুন্ড প্রেস ক্লাব নেতা, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, এসিল্যান্ড মো. আলাউদ্দিন, সীতাকুন্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক নেতা। এছাড়া এসিল্যান্ডসহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ইউএনও কে এম রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।