পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া দ্রম্নত সম্পন্ন করার আহ্বান আইডিইবি'র
প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০
পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহের ব্যাপক শিক্ষক সংকট নিরসনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দশম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রম্নত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণে উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও নিয়োগপ্রত্যাশী ডিপেস্নামা প্রকৌশলীরা। মঙ্গলবার ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে নিয়োগপ্রত্যাশী ডিপেস্নামা প্রকৌশলীদের সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নেওয়ার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। অন্যথায়, নিয়োগপ্রত্যাশী ডিপেস্নামা প্রকৌশলীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি জিএম আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইডিইবির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ ও নিয়োগপ্রত্যাশী ডিপেস্নামা প্রকৌশলী নেতারা। সংবাদ বিজ্ঞপ্তি