শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
পাহাড়তলী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চসিক মেয়র

নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

  ২৬ জুন ২০২৪, ০০:০০
নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

'দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীর যেসব দেশ উন্নতির শিখরে পৌঁছেছে, এর পেছনে বড় অবদান ছিল শিক্ষা।'

মঙ্গলবার সকালে পাহাড়তলি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক সুশীল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন-মোহাম্মদ হানিফ, এমবি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, 'নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।' একই সঙ্গে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, 'বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া ছাত্রছাত্রীদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। সরকার শিশুদের শিক্ষার আওতায় আনতে চায়।'

মেয়র বলেন, 'স্বাধীনতার বহু বছর পরও আমরা জাতিকে পুরোপুরি শিক্ষিত করতে পারেনি। অথচ আমাদের পর অনেক দেশ স্বাধীনতা লাভ করে শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশি অর্জন করেছে। তিনি শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা প্রদানে সবাইকে আরও অধিক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে