২৩ মে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩৮তম সিন্ডিকেট সভায় সরকার ও রাজনীতি বিভাগ থেকে প্রফেসর ড. সামসুন্নাহার খানমের তত্ত্ব্বাবধায়নে "ওসঢ়ধপঃ ড়ভ ঊফঁপধঃরড়হ ড়হ অফধঢ়ঃধঃরড়হ: অ ঝঃঁফু ড়হ ডড়ৎশবৎং রহ জগএ ঝবপঃড়ৎ ড়ভ ইধহমষধফবংযচ্ শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য নূরুল মুকাদ্দিমকে পিএইচ. ডি ডিগ্রি প্রদান করা হয়। তিনি তার গবেষণায় বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন পরিবর্তনের সঙ্গে অভিযোজন করতে দেশের প্রচলিত শিক্ষা এবং প্রশিক্ষণের প্রভাব নিরূপণ করেছেন। তিনি বর্তমানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অ্যাপারেল ম্যানুফ্যাচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
উলেস্নখ্য, এর আগে তিনি চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ও আই সির উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কর্টুনিস্ট হিসেবেও কাজ করেন। তিনি সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন এবং উয়ারিয়া গ্রামের প্রফেসর মুহাম্মাদ আবদুর রহীম ও সহকারী শিক্ষিকা মুসাম্মাৎ মেহেরুন্নিসার তৃতীয় সন্তান। সংবাদ বিজ্ঞপ্তি