শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দেশে ইতালির প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রথম জিএনএসএস অবসারভেটরি স্থাপন

  ২৬ জুন ২০২৪, ০০:০০
দেশে ইতালির প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রথম জিএনএসএস অবসারভেটরি স্থাপন

মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য দেশে স্থাপিত হলো জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবসারভেটরি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির (আইএনজিভি) সঙ্গে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যৌথ উদ্যোগে মঙ্গলবার এমআইএসটি প্রাঙ্গণে এটি স্থাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে ইতালির বিজ্ঞানীরা মূল প্রবন্ধ পাঠ করেন। বিজ্ঞানী ড. ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিংয়ের জন্য ইতালির সুবিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেন। উক্ত নেটওয়ার্কের ডাটা কীভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তার ওপর এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন।

এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব উলেস্নখ করেন। এ ক্ষেত্রে রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'নিঃসন্দেহে সেমিনারটি বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি, শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদান করে এমআইএসটি-কে উপকৃত করবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সবার জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে হাতে হাত মিলিয়ে কাজ করতে উৎসাহিত করেন।' আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে