ভারত সফর নিয়ে
প্রধানমন্ত্রীর সংবাদ
সম্মেলন আজ
ম যাযাদি রিপোর্ট
ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে সাংবাদিকদের সামনে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার নয়া দিলিস্ন যান শেখ হাসিনা, দেশে ফেরেন রোববার। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কাছ থেকে রেল ট্রানজিট চায় ভারত।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানিয়েছেন পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য আসেনি। রেল ট্রানজিটের শর্তগুলোও উঠে আসেনি। তিস্তা প্রকল্পে অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশটি।
শেখ হাসিনা সব সময় বিদেশ সফরে গেলে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে আসেন। এতে সফর নিয়ে একটি লিখিত বিবৃতি ছাড়াও প্রশ্ন করার সুযোগ পান গণমাধ্যমকর্মীরা।
এই প্রশ্নোত্তর পর্বে বিস্তারিত জানার সুযোগ থাকে। সফরের বাইরেও সাম্প্রতিক অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়গুলোও উঠে আসে সেখানে।
লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।
গত ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। সেই সফরেও দুই নেতার সঙ্গে কথা হয়েছিল। প্রধানমন্ত্রী সবশেষ গত ২ মে সংবাদ সম্মেলনে এসেছিলেন তার থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে।
বায়ুদূষণে ১১৯ শহরের
মধ্যে ২৭তম অবস্থানে
রাজধানী ঢাকা
ম যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে সোমবার সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ২৭তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৬৬। বাতাসের এই মান 'মাঝারি বা গ্রহণযোগ্য মানের' বলে বিবেচিত হয়।
রোববার সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা ১৬তম অবস্থানে ছিল। স্কোর ছিল ৮৫। বাতাসের এই মানও 'মাঝারি বা গ্রহণযোগ্য মানের'।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
এ দিন সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভারতের নয়াদিলিস্ন ও ইন্দোনেশিয়ার জাকার্তা। দিলিস্নর স্কোর ১৬১। জাকার্তার ১৫৮।
আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।