সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
একাদশে ভর্তি প্রথম ধাপে আবেদন পড়েছে সাড়ে ১৩ লাখ ম যাযাদি রিপোর্ট একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। এ ধাপে আবেদন করেছে সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী। আগামীকাল রোববার রাত ৮টায় প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ওইদিন শিক্ষার্থীরা জানতে পারবে, কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে শুক্রবার এ তথ্য জানা যায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত ম যাযাদি রিপোর্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কৌশিক বলেন, ওয়ারী থানার টিকাটুলি হানিফ ফ্লাইওভারের ওপরে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রম্নতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ পড়ে থাকলে আমি তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে ওই বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধর নাম জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা নীরব ম যাযাদি রিপোর্ট দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। শুক্রবার বিকাল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। এর আগে গত বছরের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তেজগাঁও থানার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও নীরবের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে। ২০১৩ সালে রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার তিন বছরের সাজা হয়েছে।