রাজধানীর পল্টনে একটি অফিস থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ বলছে, 'বিষাক্ত মদ পানে' তাদের মৃতু্য হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার রূপায়ন তাজ টাওয়ারের পঞ্চম তলার ওই অফিসের দরজা ভেঙে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করার তথ্য দেন পল্টন থানার এসআই রাম কানাই সরকার।
নিহতরা হলেন মো. ইমন (২৩) ও ফরহাদ (২১)। তারা ওই ভবনের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরি করতেন। তাদের দু'জনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
একজনের আত্মীয়ের বরাতে এসআই রাম কানাই বলেন, ঈদের পরদিন থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার স্বজনের। পরে বৃহস্পতিবার রূপায়ন তাজ টাওয়ারে গিয়ে দেখতে পান ঈদের পর এখনো কোনো অফিস খোলেনি।
তিনি আরও বলেন, 'তারা যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেটি ভেতর থেকে দরজা বন্ধ করা, ভেতরে এসি চলছে এবং দুর্গন্ধ বের হচ্ছে।'
এসআই কানাই বলেন, ওই স্বজনের কাছ থেকে বিষয়টি জানার পর তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ওই অফিসের ছিটকিনি ভেঙে ভেতরে দু'জনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সিআইডি দলের কাজ শেষে মৃতদের স্বজনদের উপস্থিতিতে লাশ দু'টি রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই রাম কানাই বলেন, যে কোনো বিষক্রিয়ায় তাদের মৃতু্য হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। শুক্রবার ময়নাতদন্ত হবে।
তিনি বলেন, মৃত ইমনের বোনের বাড়ি আশপাশেই। ঈদের পরদিন তিনি বোনের বাসা থেকে রান্না করা মাংস নিয়ে গিয়েছিলেন। পরে আর ফেরেননি।