কক্সবাজার শহরে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন- মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের চাচা আব্দুলস্নাহ জানান, ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে মাটি সরিয়ে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রী দু'জনকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, মাওলানা আনোয়ার ওমর ফারুক জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে চাকরি করতেন। সাত মাস আগে তাদের বিয়ে হয়। স্ত্রী মাইমুনা ৬ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, রাত তিনটার সময় প্রবল বৃষ্টি শুরু হলে মা মমতাজ বেগম তাদেরকে রুম থেকে সরে এসে অন্য রুমে চলে আসতে বলে। এর কিছুক্ষণ পরপরই পাহাড় ধসে মাটির স্তূপ এসে বাড়ির টিনের চাউনিতে আছড়ে পড়ে। বাড়ির টিন চুরমার হয়ে মাটি চাপায় স্বামী-স্ত্রীর মৃতু্য হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রবিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে গত বুধবার কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃতু্য হয়েছে। নিহতদের মধ্যে ২ জন স্থানীয় বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গা নাগরিক।