সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে দিলিস্ন
১৫তম অবস্থানে
রাজধানী ঢাকা
ম যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে বুধবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৫তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৮৪। বাতাসের এই মান 'মাঝারি বা গ্রহণযোগ্য মানের' বলে বিবেচিত। মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে ঢাকা ১১তম অবস্থানে ছিল। স্কোর ছিল ৮৭। মান ছিল 'মাঝারি বা গ্রহণযোগ্য মানের'।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বুধবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের নয়াদিলিস্ন। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৯৮। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা। কিনশাসার স্কোর ১৭৪। কাম্পালার ১৭১।
আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
এবার পশু কোরবানি
বেড়েছে ৩.৭ %
ম যাযাদি রিপোর্ট
এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কোরবানি হওয়া পশুর এই সংখ্যা গত বছরের চেয়ে ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি বা ৩.৭ শতাংশ বেশি। ২০২৩ সালে সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছিল। তার আগের বছর এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বছর কোরবানির পশুর চাহিদা হিসাব করেছিল ১ কোটি ৭ লাখ। এর বিপরীতে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। এই হিসেবে ধারণার চেয়ে কম পশু কোরবানি হয়েছে এবার।
চাহিদার চেয়ে বেশি পশুর সরবরাহ থাকলেও এবার দাম গতবারের চেয়ে অনেকটা বেশি ছিল বলে হাটগুলোতে অভিযোগ করেন ক্রেতারা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাজমুল হাসান জানান, বরাবরের মতোই সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।
কোথায় কত গবাদিপশু কোরবানি: ঢাকা বিভাগ: ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি। চট্টগ্রাম বিভাগ: ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি। রাজশাহী বিভাগ: ২৪ লাখ ২৬ হাজার ১১১টি। খুলনা বিভাগ: ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি। বরিশাল বিভাগ: ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি। সিলেট বিভাগ: ৩ লাখ ৯৩ হাজার ৭৪২টি। রংপুর বিভাগ: ১১ লাখ ৭২ হাজার ৫৫৩টি। ময়মনসিংহ বিভাগ: ৩ লাখ ৯২ হাজার ৫১৭টি
মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয়ের হাতে আসা তথ্য অনুযায়ী, কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু, ১ লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ, ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল, ৪ লাখ ৭১ হাজার ১৪৯টি ভেড়া এবং ১ হাজার ২৭৩টি অন্যান্য পশু।