শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যায়যায়দিন বলিষ্ঠ ভূমিকা রাখছে -আসাদুজ্জামান নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২০ জুন ২০২৪, ০০:০০
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যায়যায়দিন বলিষ্ঠ ভূমিকা রাখছে -আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতি মন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের অনেক গণমাধ্যমের মধ্যে যায়যায়দিন পত্রিকা অন্যতম। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় রেখে যাচ্ছে বলিষ্ঠ ভূমিকা। স্বাধীনতার স্বপক্ষের এই দৈনিকটি আগামীদিনেও গণমানুষের মুখপত্র হিসেবে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে রোববার দুপুর সাড়ে ১২টায় বর্ণাঢ্যর্ যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকের্ যালিটি বের হয়ে স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্স্নান পাদদেশে এসে শেষ হয়।র্ যালির নেতৃত্ব দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক ডা. দিলিপ কুমার রায়, জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পলস্নবী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাকিম শাহ্‌, নীলফামারী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্‌, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, বিটিভির প্রতিনিধি নুর আলম, জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি সাদিক-উর রহমান শাহ্‌ (স্কলার), দৈনিক জবাব দিহি পত্রিকার প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি খলিলুর রহমান প্রমুখ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার নীলফামারীস্থ স্টাফ রিপোর্টার এসএ প্রিন্সর্ যালি শেষে বলেন, এদেশের কোটি কোটি মানুষের মুখপত্র হিসেবে যায়যায়দিন পত্রিকাটি ১৯ বছরে পদার্পণ করল। অনেক চড়াই উতরাই পেরিয়ে পাঠক নন্দিত এ মুখপাত্রটি দেশ গঠনে দেশকে এগিয়ে নিতে রেখেছে বলিষ্ঠ ভূমিকা। এর মাঝেও এসেছিল অনেক ঘাত-প্রতিঘাত। তবুও থেমে থাকেনি যায়যায়দিনের প্রকাশনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে