আমাকে এতিম করে আবার পাশে থাকার সান্ত্বনা দেয় -আনার কন্যা

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, 'আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমাকে এতিম করে আবার সান্ত্বনা দেয় আমরা তোমার পাশে আছি। আমার বাবা নিখোঁজ হওয়ার পর থেকে আমি কাউকে দোষারোপ করিনি। আমি শুধু বাবা হত্যার বিচার চেয়েছি। পুলিশের প্রয়োজনে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বলা যাবে কারা আমার বাবার প্রকৃত খুনি। আজ আমার বাবা নেই। আমি বুঝি বাবা হারানোর যন্ত্রণা।' বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের রঘুনাথপুর বাজারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ডরিন। মানববন্ধনে কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানা, আওয়ামী লীগ নেতা রাশেদ সমশেরসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এমপি আনার কতটা জনপ্রিয় ছিল তা আপনাদের উপস্থিতি দেখে বোঝা যায়। ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রম্নত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।