ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রথম কর্মদিবস ছিল বুধবার। পাঁচদিনের ছুটি কাটিয়ে এ দিন অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার থেকে ৮ ঘণ্টা অফিসের স্বাভাবিক নিয়মে ফিরেছে অফিস সময়। ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সয সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে।
রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। আগের মতোই শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বিদু্যৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।
'ঢিলেঢালা' সচিবালয়: এদিকে কোরবানির ঈদ ঘিরে টানা পাঁচ দিনের ছুটি শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম। যদিও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রথম কর্মদিবসে বেশির ভাগ কর্মচারীই অফিস করছেন, কেউ হয়ত আসতে দেরি করেছেন। বাংলাদেশে এবার ঈদ হয়েছে ১৭ জুন। ঈদ ঘিরে তিন দিনের ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি ছিল মোট পাঁচ দিন।
অফিস খোলার প্রথম দিন বুধবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের সবাই এখনো ফেরেননি। যেসব কক্ষে একাধিক কর্মচারীর বসার ব্যবস্থা রয়েছে, সেখানে অনেক চেয়ার ফাঁকা।
ছুটির পর প্রথম দিন কাজের চাপও সেভাবে নেই। অফিসে আসার পর অনেক সহকর্মীদের সঙ্গে কোলাকুলি আর খোশগল্পে সময় কাটাচ্ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'প্রথম কর্মদিবসে তেমন কোনো নির্ধারিত কাজ না থাকায় একটু ঢিলেঢালা মেজাজে সময় পার করা যাচ্ছে।'
পাস নিয়ে বুধবার দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের সুযোগ থাকলেও এ দিন সকাল থেকে সচিবালয়ে তেমন ভিড় দেখা যায়নি। সচিবালয়ের ভেতরে অন্য দিনের মতো গাড়ির জটও ছিল না।
সচিবালয়ের চার নম্বর ভবনের দু'টি ও ছয় নম্বর ভবনের ছয়টি লিফটের সামনেও বুধবার ভিড় দেখা যায়নি। অন্য দিনগুলোতে এসব লিফটের সামনে লম্বা লাইন লেগে থাকে।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসে এসে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন।
যুগ্ম ও অতিরিক্ত সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা বললেন, যারা বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়েছেন, তারা ফিরবেন রোববার। অন্য সবাই বুধবার থেকেই অফিস করছেন।
তবে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মী বললেন, তাদের দপ্তরে প্রথম দিন অনেকেই আসেননি। কেউ কেউ বেশ দেরি করে অফিসে ঢুকেছেন। এবারে কোরবানি ঈদের ছুটি শেষে সরকারি অফিস আগের মতো ৯টা-৫টা সূচিতে ফিরেছে।
সরকারি অফিসের সঙ্গে মিল রেখে এ দিন ব্যাংক লেনদেনের সময়ও বদলেছে। লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
ব্যাংকেও উপস্থিতি কম: এদিকে কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে দুই বছর আগের সূচিতে ফিরল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সরকারি অফিসের সঙ্গে মিল রেখে বুধবার থেকে ব্যাংকে লেনদেনের সময়ও বদলে গেছে।
এখন থেকে আগের নিয়ম মেনে ব্যাংকে লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত। বাণিজ্যিক ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও এই সময় মেনে চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
সোমবার ছিল কোরবানির ঈদ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল ঈদের সরকারি ছুটি। এর আগে শুক্র ও শনিবার গেছে সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি গেছে ব্যাংক পাড়ায়।
ছুটি শেষে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে বুধবার। প্রথম দিন ব্যাংকগুলোতে গ্রাহক ও ব্যাংকারদের উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম। ঈদ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া আনেককেই ফিরে আসেননি।
কাজে ফেরা ব্যাংক কর্মীরা প্রথম দিন সহকর্মী ও পরিচিত গ্রাহকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গ্রাহক উপস্থিতি কম থাকায় ব্যাংক পাড়ায় বুধবার ছিল ঈদের আমেজ।
কর্মচারীদের একটি অংশ ছুটিতে থাকলেও ব্যাংকিং সেবায় 'কোনো সমস্যা হচ্ছে না' বলে জানালেন সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, 'কিছু ছুটিতে গেলেও ৭০ শতাংশের বেশি কর্মচারীই অফিস করছেন। কাজে কোনো সমস্যা হচ্ছে না। ব্যাংক খোলার এক ঘণ্টা পর একজন গ্রাহক এসেছেন টাকা জমা দিতে। আমাদের সবগুলো কাউন্টারই খোলা আছে। গ্রাহক যারা আসছেন, সেবা নিতে পারছেন, কাজে সমস্যা হচ্ছে না।'
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন আগের নিময় মেনেই চলবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এতদিন ব্যাংকে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং অফিসের সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। জ্বালানি সংকটের সময় বিদু্যৎ সাশ্রয় করতে সরকার সময়সূচিতে এই পরিবর্তন এনেছিল।
চলতি মাসের শুরুতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি আগের সময়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানায় সরকার। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলো বুধবার। এর সঙ্গে মিল রেখে ব্যাংকও আগের সূচিতে ফিরল।