সড়ক দুর্ঘটনা

ঈদের ছুটিতে প্রাণ ঝরল ১৮ জনের

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পবিত্র ঈদুল আজহার ছুটিতে সড়কে মৃতু্যর মিছিলে যোগ হয়েছে আরও ১৮টি প্রাণ। দেশের ১১ জেলায় এসব প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রাজধানীতে ২জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩জন, মুন্সীগঞ্জে ২জন, চুয়াডাঙ্গায় ২জন, খুলনায় ২জন, কক্সবাজারের চকরিয়ায় ২ মোটর সাইকেল আরোহী, দিনাজপুরের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের চালক, শেরপুরের নকলায় পথচারী, নওগাঁর পোরশায় আদিবাসী নারী, নেত্রকোনার পূর্বধলায় একজন ও খাগড়াছড়িতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, রাজধানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত তিনজন হলেন- রাতুল (২৭), সাগর (২৮) ও বিপস্নব (৩০)। রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচ জন। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে নিয়ে যাওয়ার পর দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় দুই সহোদরসহ মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ও বিকালে জেলার কসবা উপজেলার কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়ায় পৃথক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের ওবায়দুর খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ূন খান (৪৫) এবং কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশীপাড়ার ফরিদ আহমেদের ছেলে ফয়সাল আহমেদ (১৭)। দুর্ঘটনায় মনিরুল ইসলাম নামে অপর একজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার সার্নাল জানান, গত সোমবার সকালে ঢাকা থেকে মোটর সাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিলেন দুই ভাই রবিউল খান ও হুমায়ূন খানসহ তিনজন। মোটর সাইকেলটি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল খান এবং হাসপাতালে নেওয়ার পর হুমায়ূন খান মারা যান। আহত অবস্থায় মনিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল আহমেদ নিজ বাড়ি থেকে আখাউড়ায় তার ফুফুর বাড়িতে যান। পরে সেখান থেকে বাড়িতে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়। পরে গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে চালকসহ দুই যুবক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আধারা ইউনিয়নের তাঁতি কান্দি গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের ছেলে। টঙ্গীবাড়ী থানার ওসি মোলস্না সোহেব আলী বলেন, তারা তিন বন্ধু ঘুরতে গিয়ে মঙ্গলবার গভীর রাতে ফিরছিলেন। উপজেলার হাসাইল থেকে মুন্সীগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল আসলে দ্রম্নতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে। এতে চালক ঘটনাস্থলে নিহত হন। আহত মোকসেদ গাজীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মহলস্নার মজনু মিয়ার ছেলে শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ (১৭) ও সদর উপজেলার কিরণগাছি গ্রামের নূরল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪০)। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মোটর সাইকেলযোগে বন্ধুকে নিয়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলকে চাপা দিলে দুই আরোহী আহত হন। দ্রম্নত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে রাত ৯টার দিকে একই উপজেলার কিরণগাছি সড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুকুল হোসেন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। খুলনা অফিস জানায়, খুলনার ডুমুরিয়ায় ঈদের দিন রাতে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হাফেজ নুর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। দুইজনেরই বাড়ি ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামে। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। তারা হলেন, রুদ্র (২১), শরিফুল ইসলাম (২২), মারুফ (১৬) ও কুদ্দুস (২৫)। \হসোমবার রাত ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা মুমূর্ষু হওয়ায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটর সাইকেল আরোহী। মঙ্গলবার দুপুরে চকরিয়ার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পেন্ডাইর পাড়ার সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ তাইয়েব (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহাদত হোসেন শাওয়াল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। আহত মো. সাকিব (২৪) চকরিয়ার উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, লোহাগাড়ার পদুয়া থেকে মোটর সাইকেল নিয়ে তারা চকরিয়ার বরইতলী ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি সড়কে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তারা নিহত হন। চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, লেগুনা গাড়িটি জব্দ করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে শ্যামলী পরিবহণের বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ৭ যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের উপজেলার রাজারামপুর গুপ্তা পস্নাউডের গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালক হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের হারেজ উদ্দিনের ছেলে এহেসান আলী (৩২)। পুলিশ ও স্থানী সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহণের ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে গুপ্তা পস্নাউডের গেটের সামনে দিনাজপুরগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক নিহত হন। এ ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের আরো সাত যাত্রী। তাদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন বাবুর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যান। কাজ শেষে বাড়ির ফেরার পথে রাত ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাকায় পিষ্ঠ করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আঞ্চলিক সড়কে সিএনজির ধাক্কায় মনি কিসকু (৫৫) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মঠবাড়ী গ্রামের জমিন কিসকুর স্ত্রী। পু?লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি কিসকু মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। \হনেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাকিল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার সকালে উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের মহিষবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়। এছাড়া আহতদেরও নামপরিচয় জানা যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পূর্বধলাগামী বাসের সঙ্গে গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের সাতজন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন নেভার পর বাসটিতে কাউকে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয়রা ও পুলিশ। এদিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আহতদের মধ্য থেকে একজনের মৃতু্যর খবর পাওয়া গেলেও এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজীব চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার শাহ আলম শেখের ছেলে। মঙ্গলবার রাতে সাজেক থেকে মোটর সাইকেলে করে বন্ধুদের সঙ্গে ফেরার পথে দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজীব সাজেক ঘুরে অন্য বন্ধুদের সঙ্গে মোটর সাইকেলে করে ফিরছিলেন। পথে দীঘিনালার মাইনী ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপেস্নক্স পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।