সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা থেকে রক্ষা পেল কয়েকশ' মানুষ, আটক ২

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর সদরঘাটে ঢাকা-লালমোহনগামী মানিক-৯ নামে একটি লঞ্চ পাংগাসিয়া-গাছিরখালগামী এমভি পারাবত নামে দাঁড়িয়ে থাকা একটি লঞ্চে সজোরে ধাক্কা দেয়। এতে করে পারাবত লঞ্চটির রশি প্রায় ছিঁড়ে যায়। টার্মিনালে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ধাক্কা খেয়ে পারাবত লঞ্চটি আবার অন্য আরেকটি লঞ্চে ধাক্কা দেয়। এতে দুটো লঞ্চের যাত্রী এবং টার্মিনালে থাকা যাত্রীরা আতঙ্কে উত্তেজিত হয়ে পড়েন। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় লঞ্চের মাস্টার মতিউর রহমান, আরেকজন তার সহযোগী রিপন শিকদার আটক করেছে সদরঘাট থানা পুলিশ। সবুজ উদ্দিন নামে বাকেরগঞ্জগামী এক যাত্রী বলেন, 'আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। আজ লঞ্চ চালকের ভুলের মাশুল আমাদের সবাইকে গুনতে হতো। ভাগ্যিস পারাবত লঞ্চটির রশি পুরোপুরি ছিঁড়ে যায়নি। নয়তো গত ঈদের মতো আজও একটি বড় দুর্ঘটনা ঘটতো।' ঘটনাস্থলে আরেক যাত্রী রেজিয়া পারভিন বলেন, 'লঞ্চের ধাক্কায় হাত থেকে আমার সন্তান পড়ে যায়। এক মুহূর্তের জন্য মনে হলো, কী যেন হতে যাচ্ছে। লঞ্চ এত জোরে ধাক্কা দিয়েছে, দাঁড়িয়ে থাকা অনেকেই পড়ে গেছেন।